চলছে জামায়াতের ঢিলেঢালা হরতাল
আজ দেশ্যব্যাপী জামায়াতে ইসলামীর ঢিলেঢালা হরতাল চলছে।
-
আজ সকাল ৬টা থেকে জামায়াতে ইসলামীর হরতাল শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে সীমিত সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়তে শুরু করেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
আজকের হরতাল চলাকালে রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষিপ্ত ঝটিকা মিছিলের খবর পাওয়া গেলেও জামায়াত-শিবির নেতা-কর্মীদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রোববার (২৭ মার্চ) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।