অপরূপ সৌন্দর্যের হাওর ভ্রমণ
বাংলাদেশে অনেক হাওর রয়েছে। কিশোরগঞ্জের অষ্টগ্রামের অপরূপ সৌন্দর্যের সুমাই হাওর তার অন্যতম। ছুটিতে কিংবা অবসরে ঘুরে আসতে পারেন এ হাওরে। এবারের অ্যালবামে থাকছে সুমাই হাওরের ছবি।
-
বাংলাদেশে অনেক হাওর রয়েছে। কিশোরগঞ্জের অষ্টগ্রামের অপরূপ সৌন্দর্যের সুমাই হাওর অন্যতম। ছুটিতে কিংবা অবসরে ঘুরে আসতে পারেন এ হাওরে। ছবি : রাকিব ছিদ্দিকী
-
হাওরের বিস্তীর্ণ জলরাশিতে নৌকা ভাসিয়ে মাছ ধরছেন এক জেলে। হাওরের সৌন্দর্য দেখে এক নিমেষেই সবার চোখজুড়িয়ে যাবে।
-
সুমাই হাওরের শেষ বিকেলের দৃশ্য। রৌদ্র মেঘের আলো-আঁধারীর খেলা দেখতে সত্যিই অপরূপ। ছবি : রাকিব ছিদ্দিকী
-
হাওরের বুক চিড়ে ট্রলার চলে যাচ্ছে। এই হাওর এখানকার মানুষের সুখ-দুঃখের নিত্যদিনের সাথি। ছবি : রাকিব ছিদ্দিকী
-
হাওরের শান্ত জলে বাঁশ ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ অঞ্চলের মানুষের জীবীকা নির্বাহের অন্যতম অনুষঙ্গ হচ্ছে সুমাই হাওর। ছবি : রাকিব ছিদ্দিকী
-
হাওরের শান্ত বুকে নৌকা বেয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। এ যেন জলের সাথে মিতালি। ছবি : রাকিব ছিদ্দিকী