আজকের ছবি : ১৯ মার্চ ২০১৬
আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
-
আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধনী পর্বে বেগম খালেদা জিয়া দলের পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আগত নেতা-কর্মীরা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জাতীয় কাউন্সিলে বেগম খালেদা জিয়া দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘ভিশন ২০৩০’ শিরোনামে একটি খসড়া পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরেছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
কাউন্সিল চলাকালীন সময়ে বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ করছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের বক্তব্যে সৃজনশীল উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ করা হবে বলে ঘোষণা করেন খালেদা জিয়া। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
চাকরিতে প্রবেশের সময়সীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করতে মানববন্ধন করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে আজ বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।