জামালপুরের জামাই মেলা
জামালপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী ঝাওলা গোপালপুরের ‘জামাই মেলা’।
-
জামালপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী ঝাওলা গোপালপুরের ‘জামাই মেলা’।
-
জামালপুরের জামাই মেলায় ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি পাওয়া যায়।
-
মঙ্গলবার পহেলা চৈত্র থেকে জামালপুরের ঝাওলা গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী এই ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ শুরু হয়েছে।
-
জামালপুরের এ জামাই মেলাকে ঘিরে পূর্ব জামালপুরের বাঁশচড়া, নরুন্দি, ইটাইল, ঘোড়াধাপ ইউনিয়নের শতাধিক গ্রামে এখন চলছে উৎসবের আমেজ।
-
জামালপুরের এসব গ্রামের গৃহস্থরা মেলা উপলক্ষে নাইওর নিয়ে এসেছে মেয়ে-জামাইকে।
-
এই সাতটি দিন মেয়ে-জামাইকে নানা উপহার, সালামি দেয়া ছাড়াও সব ধরনের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।
-
এই উৎসব আনন্দে শরীক হতে দূরে বিয়ে দেয়া মেয়ে আর জামাইরা অপেক্ষায় থাকে সারা বছর।
-
মেলা উপলক্ষে শ্বশুর বাড়ি এসে সব কিছুকে ছাপিয়ে জামাইরা মন ভরে উপভোগ করে শ্বশুর বাড়ির আদর-আপ্যায়ন।
-
জামালপুরে প্রায় দুইশত বছর আগে এই অঞ্চলে বসবাসকারী সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা জামাই মেলার প্রচলন করেছিল ।