আজকের ছবি : ১০ মার্চ ২০১৬
রাজধানীর আজকের কিছু ঘটনাবলী নিয়ে এই অ্যালবাম।
-
শিশু রাজনসহ অন্যান্য শিশু হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে ঢাকা সিটি ইয়ুথ ফোরাম। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধনে এ দাবি জানানো হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা সিটি ইয়ুথ ফোরামের সভাপতি নিজাম হোসেন এ সময়ে বলেন, কোনো শিশু যেনো অস্বাভাবিক মৃত্যুবরণ না করে, শিশুরা যেনো যথাযথ মর্যাদায় বেঁচে থাকতে পারে এ পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
চলতি বছরে ৪০ হাজার মেট্রিক টনের লক্ষ্যমাত্রা নিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ে আলু রফতানি শুরু করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ। চলতি সপ্তাহে চট্টগ্রাম বন্দর থেকে এসব দেশে প্রায় ৪ হাজার মেট্রিক টন আলুর একটি চালান পাঠানো হয়েছে।
-
ভেজাল খাদ্য প্রস্তুতকারক ও এর সঙ্গে যারা জড়িত তারা যতই ক্ষমতাধর হোক না কেনো, শিগগিরই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
‘সুন্দরবন বাঁচাও’ এই স্লোগানে সুন্দরবন অভিমুখে যাত্রা শুরু করেছে জাতীয় গণফ্রন্ট। ছবি : বিপ্লব দিক্ষি
-
‘সুন্দরবন বাঁচাও’ এই স্লোগানে সুন্দরবন অভিমুখে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছবি : বিপ্লব দিক্ষিৎ