স্বপ্নজয়ী নারী
মাটি কেটে ছেলেকে ডাক্তারি পড়াচ্ছেন মা
-
মর্জিনা বেগম তিনি একজন সংগ্রামী নারী। একজন সফল মা। এই মা রাস্তায় মাটি কাটার কাজ করে তার সন্তানকে ডাক্তারি পড়াচ্ছেন। ছবিটি তুলেছেন মানিকগঞ্জ প্রতিনিধি -বি.এম খোরশেদ।
-
আজ থেকে ১৭ বছর আগে দুই শিশু সন্তান রেখে মর্জিনা বেগমের স্বামী মারা যান। এরপর থেকেই শুরু হয় তার জীবনযুদ্ধ। সংসারের হাল ধরতে কখনো অন্যের বাড়িতে, কখনো আবার কাজ করেছেন ফসলের মাঠে। ছবিটি তুলেছেন মানিকগঞ্জ প্রতিনিধি -বি.এম খোরশেদ।
-
মর্জিনা বেগম এখনও কেয়ার বাংলাদেশের হয়ে ইউনিয়ন পরিষদের একজন তালিকাভুক্ত মাটি কাটা শ্রমিক হিসেবে কাজ করছেন। কিন্তু এই সংগ্রামী নারী তার ছেলেকে বানাচ্ছেন এমবিবিএস ডাক্তার। ছবিটি তুলেছেন মানিকগঞ্জ প্রতিনিধি -বি.এম খোরশেদ।
-
মর্জিনা বেগমের ছেলে রিপন বিশ্বাস ঢাকার একটি মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র। মেয়ে সুরমা আক্তার এইচএসসি পরীক্ষার্থী। তাকেও আইনজীবী বানাতে চান সংগ্রামী এই মা। ছবিটি তুলেছেন মানিকগঞ্জ প্রতিনিধি -বি.এম খোরশেদ।