সংগ্রামে সৃজনে মমতায় নারী
নারীরা আজ আর অবলা নয়। তারা এখন সব কিছুতেই পুরুষের পাশে দাঁড়ায়।
-
সব অচলায়তন ভেঙ্গে নারী আজ সমরে, সংগ্রামে ও সৃজনে পুরুষের পাশে দাঁড়াচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’- কবি কাজী নজরুলের এ কথার স্বার্থক রূপকার এই প্রবীণ নারী। সংসার গড়ার কাজে বয়সের ভার উপেক্ষা করে এখনও কাজের মাঝে নিমগ্ন তিনি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সংগ্রামে, সৃজনে মমতায় নারী। নিজের অধিকার বুঝে নিতেও তারা বদ্ধপরিকর। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
‘ধরনীকে সাজাও তুমি, তোমার আপন মহিয়ায়’-আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সব প্রান্তের নারীদের অভিন্দন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আবহমান বাংলার অচলায়তন ভেঙ্গে নারী আজ সমরে, সংগ্রামে শত সৃজনে পুরুষের পাশে দাঁড়াচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
‘ধরনীকে সাজাও তুমি, তোমার আপন মহিয়ায়’- আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সব প্রান্তের নারীদের অভিন্দন।