পদ্মার বুকে জেলেরা
আপডেট: ০৭:২৭ পিএম, ১৩ অক্টোবর ২০১৮
পদ্মার বুকে জেলেরা মাছ ধরছে। জেলেদের মাছ ধরার ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
পদ্মার বুকে জেলেরা মাছ ধরছে। এ মাছ এবং বিক্রি করে জেলেরা তাদের জীবীকা নির্বাহ করে। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
জেলেরা জাল ফেলে দিন-রাত মাছ ধরেন। পদ্মা নদীতে সারা বছরই কম বেশি ইলিশসহ নানা ধরনের মাছ পাওয়া যায়। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
জীবন জীবীকার তাগিদে ছোট্ট শিশুকে নিয়ে উত্তাল পদ্মার বুকে মাছ ধরতে এসেছেন এই জেলে। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
পদ্মার বুকে জাল ফেলে বসে আছেন জেলেরা। কখন মাছ ধরা পড়বে তাদের জালে, সেই অপেক্ষায় রয়েছেন। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
জেলেরা পদ্মার চরে তাদের নৌকা ভিড়িয়েছেন। জালে মাছ ধরা পড়লে তা নিয়েই আপন গন্তব্যে ফিরবেন। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
গহীন পদ্মার বুকে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ছবি : রবিউল ইসলাম পলাশ