কুমিল্লার জঙ্গি আস্তানা ঘেরাও করে রেখেছে পুলিশ
কুমিল্লার জঙ্গি আস্তানা ঘেরাও করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ঘেরাওয়ের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করা বাড়ি থেকে অন্য ভাড়াটিয়াদের নিরাপদে সরিয়ে এনেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের গন্ধমতি গ্রামের দেলোয়ার হোসেন ড্রাইভারের তিনতলা বিশিষ্ট ওই বাড়িটি বুধবার বিকেল ৪টার দিকে ঘেরাও করে আইন-শৃঙ্খলা বাহিনী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আজ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের ভোট গ্রহণের পর ওই বাড়িতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ও র্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
স্থানীয়রা জানান, তিন তলা বাড়িটির উপর তলা নির্মাণাধীন। দুই ইউনিটের ওই বাড়ির নিচতলা ও দোতলা ম্যাচ হিসেবে তিন মাস আগে ভাড়া দেয়া হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে আটক জঙ্গির দেখানো মতে বুধবার আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ওই বাড়ির দরজায় বাইরে থেকে তালাবদ্ধ করে ঘেরাও করে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
জঙ্গি আস্তানার খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, র্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জারসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ছবি : বিপ্লব দিক্ষিৎ