২২৪ বছরের প্রাচীন নয়াবাদ মসজিদ
দিনাজপুরের ২২৪ বছরের প্রাচীন নয়াবাদ মসজিদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
নয়াবাদ মসজিদ রংপুর বিভাগের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত। ২২৪ বছরের পুরনো মসজিদ নয়াবাদ মসজিদ।
-
দিনাজপুর শহর থেকে ২০ কিলোমিটার এবং চেহেলগাজীর মাজার থেকে ২.৫ কিলোমিটার দূরে অবস্থিত নয়াবাদ মসজিদ। নয়াবাদ গ্রামে এ মসজিদটি ‘বিচিত্র মসজিদ’ নামে পরিচিত।
-
১.১৫ বিঘা জায়গার ওপর নির্মিত মসজিদটির প্রধান দরজার ওপর স্থাপিত ফলকের তথ্য মতে জানা যায় যে, সম্রাট দ্বিতীয় শাহ আলম-এর রাজত্বকালে ২ জ্যৈষ্ঠ ১২০০ সন মোতাবেক ১৭৯৩ সালে নির্মাণ করা হয়।
-
জানা যায়, ১৮ শতকের মাঝামাঝি সময়ে কান্তনগর মন্দির তৈরির কাজে পশ্চিমের কোনো দেশ থেকে আগত মুসলমান স্থপতি ও কর্মীরা এ গ্রামে বসবাস শুরু করেন এবং তাদের নিজেদের নামাজ পড়ার জন্য নয়াবাদ মসজিদ মসজিদটি নির্মাণ করেন।
-
মসজিদের উত্তর ও দক্ষিণের দেয়ালে রয়েছে একটি করে জানালা। পশ্চিমের দেয়ালে রয়েছে মোট তিনটি ধনুক আকৃতির মিম্বার।
-
মসজিদের ছাদ জুড়ে বিশাল তিনটি গম্বুজ মসজিদটিকে আকর্ষণীয় করে তুলেছে। মসজিদের চার কোণে ১২.৪৫ মিটার ও ৫.৫ মিটার আকারের মসজিদের চার কোণে চারটি অষ্টভূজ মিনার এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।