মুগ্ধতা ছড়ালেন গিটার জাদুকর
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মুগ্ধতা ছড়ালেন গিটার জাদুকর আইয়ুব বাচ্চু। তার গিটার বাদনের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
আইয়ুব বাচ্চুকে ‘গিটার জাদুকর’ বলা হয়। তিনি উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্টও বটে। ছবি : মাহবুব আলম
-
গিটার বাজিয়ে কোটি ভক্তের মনে ঠাঁই পেয়েছেন তিনি। ছবি : মাহবুব আলম
-
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাফ্লিক্স প্রেজেন্টস ‘সাউন্ড অব সাইলেন্স’ নামের গিটার শো-তে অনুষ্ঠিত হয়। সেখানে জনপ্রিয় ব্যান্ড দল এলআরবির এই কর্ণধারের গিটারের তালে মেতে ওঠেন হল ভর্তি দর্শক। ছবি : মাহবুব আলম
-
দুই ঘণ্টাব্যাপী আয়োজিত এই গিটার শো-তে আইয়ুব বাচ্চু ও তিন সহযোদ্ধার পরিবেশনায় গিটারের ঝংকারে মুগ্ধ হন সবাই। ছবি : মাহবুব আলম
-
স্টেজে দাঁড়িয়ে আইয়ুব বাচ্চু বলেন, বাঙালি গান প্রিয় জাতি। বাংলাদেশের মত গান পাগল মানুষ পৃথিবীর আর কোথাও নেই। ছবি : মাহবুব আলম
-
আইয়ুব বাচ্চু আরো বলেন, আমাদের দেশে গায়ক জনপ্রিয়তা পায়। কিন্তু গিটারিস্টরা জনপ্রিয়তা পায় না। অথচ একজন গিটারিস্টের অবদানও কোনো অংশে কম না। ছবি : মাহবুব আলম