তিউনেশিয়ার ১৩৪৬ বছরের পুরনো মসজিদ
তিউনেশিয়ার ১৩৪৬ বছরের পুরনো মসজিদে ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
সুউচ্চ এক মিনার বিশিষ্ট ১৩৪৬ বছরের প্রাচীন মসজিদ ‘মসজিদে ওকবা ইবনে নাফে’।
-
৫০ হিজরির প্রাচীন ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর সুন্দর নির্দশন এ মসজিদ। এ স্থাপত্যশৈলীর কারণেই কাইরোয়ান শহরকে ১৯৮৮ সালে ইউনেস্কোর ১২তম অধিবেশনে বিশ্বের ঐতিহ্যবাহী শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করেন।
-
উমাইয়া শাসক হজরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময়ে ৬৭০ খ্রিস্টাব্দে ৫০ হিজরি সনে সেনাপতি ওকবা ইবনে নাফে এ শহরের ভিত্তি স্থাপন করেন।
-
তিউনেশিয়ার কাইরোয়ান শহরের সেনাপতি ওকবা ইবনে নাফের নামানুসারেই মসজিদটির নামকরণ করা হয় ‘মসজিদে ওকবা ইবনে নাফে’।
-
তিউনিশিয়ার একটি প্রাদেশিক রাজধানীতে ‘মসজিদে ওকবা ইবনে নাফে’ মসজিদটি অবস্থিত।
-
নজরকাড়া এই মসজিদটি দেখতে বিশ্বের নানাপ্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন।
-
১৩৪৬ বছরের পুরোনো প্রাচীন এ মসজিদটির আয়তন ৯০০০ বর্গমিটার।
-
মসজিদটি হিজরি ৫০ সনের মুসলিম স্থাপত্যের একটি নিদর্শনও বটে। অবশ্য পরবর্তী সময়ে মসজিদটি বেশ কয়েকবার পুণঃনির্মাণ করা হয়েছে।