আজকের ছবি : ১৩ ফেব্রুয়ারি ২০১৬
আজ (১৩ ফেব্রুয়ারি) দেশে বসন্ত উৎসব ও হিন্দু ধর্মাবালম্বীদের স্বরসতী পূজা উৎযাপিত হয়েছে। সেই সঙ্গে বাংলা একাডেমিতে চলছে মাস ব্যপি অমর একুশে গ্রন্থ মেলা।
-
‘আহা আজি এ বসন্তে, এতো ফুল ফোটে, এত বাঁশি বাজে এতো পাখি গায়, আহা আজি এ বসন্তে।’ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত এ গানের সুরে আজ জেগেছে সাবার হৃদয়। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তুলেছেন-বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর রামপুরার মেরাদিয়ায় প্রতি বুধার এ হাটটি বসে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর রামপুরার মেরাদিয়ায় প্রতি বুধার এ হাটটি বসে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর রামপুরার মেরাদিয়ায় প্রতি বুধার এ হাটটি বসে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
অমর একুশে গ্রন্থ মেলায় পাঠকদের সরব উপস্থিতি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
অমর একুশে গ্রন্থ মেলায় পাঠকদের সরব উপস্থিতি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানী রাম কৃষ্ণ মন্দিরে আজ (১৩ ফেব্রুয়ারি)সরস্বতী পূজা উদযাপিতয় হয়ে। ছবি বিপ্লব দিক্ষিৎ