যে অভিশপ্ত দ্বীপে গেলে নিশ্চিত মৃত্যু ঘটে
অভিশপ্ত যে দ্বীপে গেলে নিশ্চিত মৃত্যু ঘটে, এমন ছয়টি দ্বীপ নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
নেপলস উপকূলের এই দ্বীপের পুরো নাম ইসোলা লা গাইওলা। বহু দিন ধরেই স্থানীয়দের কাছে ত্রাসের ওপর নাম গাইওলা দ্বীপ। এখানে গেলে কেউ জীবন নিয়ে ফিরে আসতে পারে না।
-
যদিও এক সময় কিন্তু এমনটা ছিল না। রোমানরা এই দ্বীপের নাম দিয়েছিল ‘ইউপ্লিয়া’। দ্বীপের ওপর তৈরি করেছিল দেবী ভেনাসের মন্দির।
-
এক সময় বহু লোকের বাসও ছিল গাইওলা দ্বীপে। কিন্তু ‘অভিশাপ’-এর শুরু উনিশ শতক থেকে। এখন এটি অভিশপ্ত দ্বীপ হিসেবে পিরিচিত।
-
কথিত আছে, এই সময় নাকি এই দ্বীপে আসেন এক সন্ন্যাসী। তাকে অনেকে জাদুকর বলে ডাকতেন।
-
স্থানীয় মৎস্যজীবীরাই তাকে খেতে দিতেন। কিন্তু হঠাৎ নাকি একদিন বেমালুম হাওয়াহয়ে যান ওই সন্ন্যাসী। তাকে আর কোনো দিন ওই দ্বীপে দেখা যায়নি।
-
এরপর থেকেই অনেকে বলতে শুরু করেন গাইওলা ছেড়ে যাওয়ার আগে নাকি দ্বীপটির ওপর অভিশাপ বর্ষণ করে গিয়েছেন ওই সন্ন্যাসী।