দেশীয় বাদ্যযন্ত্র
আপডেট: ০৫:৫১ পিএম, ০৬ এপ্রিল ২০২৪
-
‘প্রাণো সখীরে ঐ শোন কদম্ব ডালে বংশী (বাঁশি) বাজায় কে..’-এক সময় আমাদের দেশের উদাসী প্রেমিক তার প্রেমীকাকে ঘর ছাড়া করতে বাঁশের বাঁশি বাজাতো। গ্রাম-গঞ্জে এখন আর এই বাঁশির সুর শোনা যায় না বললেই চলে।
-
ঢোল, তবলাসহ নানা ধরনের দেশীয় বাদ্যযন্ত্র তৈরি করছেন একজন বাদ্যযন্ত্র করিগর।
-
দোকানে বিক্রির অপেক্ষায় সাজানো রয়েছে নানা ধরনের দেশীয় বাদ্যযন্ত্র।
-
দেশের সংস্কৃতির অন্যতম প্রাণ কেন্দ্র সোনারগাঁয়ের এক একতারা কারিগর তার তৈরিকৃত একতারাতে আপন মনে রং লাগাচ্ছেন।
-
পুরাতন ঢাকার তাঁতি বাজারের একটি বাদ্যযন্ত্রের দোকান। দেশের বিভিন্ন স্থান থেকে এখনও এখান থেকে বাদ্যযন্ত্র কিনতে আসেন ক্রেতারা।
-
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে বাদ্যযন্ত্র। বিদেশী বাদ্যযন্ত্রের দাপটে এগুলো হারাতে বসেছে তাদের আপন মাহিমা।