আজকের আলোচিত ছবি: ১৩ এপ্রিল ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে বিনিয়োগ কর্তৃপক্ষের বোর্ড সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় মেরুল বাড্ডায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে মন্দিরের বিভিন্ন অংশ পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে মন্দিরের বিভিন্ন অংশ পরিদর্শনকালে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে ঢাকায় পান্থপথে পানি ভবনে দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে বৈঠক করেন চিকিউ নেটওয়ার্ক কোঅপারেটিভের প্রতিনিধি পরিচালক ইয়োনেদা জোহিচিরোর নেতৃত্বে জাপানের একটি পরিবেশ বিশেষজ্ঞ দল। ছবি: পিআইডি
-
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ঢাকায় শেরেবাংলা নগরে কমিশন কার্যালয়ে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মাইকেল লিডাউয়ার এবং মেটে বাক্কেন। ছবি: পিআইডি
-
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে ঢাকায় শেরেবাংলা নগরে কমিশন কার্যালয়ে সংস্কার প্রস্তাব সম্পর্কে মতামত জমা দেয় ‘গণফোরাম’। এসময় কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
-
তেজগাঁওয়ে ভূমি ভবনের সেমিনার হলে ‘১৩৯তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৪-২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: পিআইডি
-
তেজগাঁওয়ে ভূমি ভবনের সেমিনার হলে ‘১৩৯তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৪-২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: পিআইডি
-
আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: মাসুদ রানা
-
কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই'র (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করাসহ মোট আট দফা দাবি জানিয়েছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। ছবি: নাহিদ সাব্বির
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: রুবেলুর রহমান