ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজপথে ছাত্র-জনতা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে স্কুল–কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন। ছবি: মাহবুব আলম
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা ইসরায়েলবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠেছে।
-
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ ফর প্যালেস্টাইন’এর ব্যানারে ফিলিস্তিনের পক্ষে সংক্ষিপ্ত সংহতি সমাবেশ হয়।
-
সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন। তারা ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন।
-
রাজপথে দাঁড়িয়ে তারা ‘স্বাধীন ফিলিস্তিন চাই’, ‘ইসরাইলের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে।
-
বিক্ষোভে ইসরায়েলি পণ্য বর্জন ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানানো হয়।
-
এছাড়া মুসলিম বিশ্বের শাসকদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান তারা।