জমজমাট টুপির বেচাকেনা
প্রকাশিত: ১২:২০ পিএম, ২৯ মার্চ ২০২৫
আপডেট: ১২:২০ পিএম, ২৯ মার্চ ২০২৫
সারা মাস রোজা রাখার পর খুশির ঈদে বিভিন্ন মার্কেট ও শপিংমলের পাশাপাশি কেনাকাটার ধুম পড়ে টুপি আর আতরের দোকানেও। এবছরও তার ব্যতিক্রম নয়। ছবি: রায়হান আহমেদ
-
টুপির দোকানগুলোতে জমজমাট বেচাকেনা চলছে।
-
পাকিস্তানি, আফগানি, গুজরাটিসহ বাহারি ডিজাইনের টুপি কিনতে ভিড় করেছেন ক্রেতারা।
-
গুলিস্তানে পীর ইয়েমেনি মার্কেটের সামনের রাস্তায় টুপি বেচাকেনা চলছিল হরদম। সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদে পাকিস্তানি, আফগানি, চাইনিজ, এমনকি দেশীয় হাতের কাজ করা টুপির চাহিদা বেশি।
-
পাকিস্তানি টুপি পাওয়া যাচ্ছে ৩৫০-১০০০ টাকায়, আফগানি টুপি ১৫০-৫০০ টাকায়, ভারতীয় টুপি ৪০০-১২০০ টাকায়, গুজরাটি টুপি বিক্রি হচ্ছে ৫০০ টাকার মধ্যে। এছাড়া দেশীয় হাতে তৈরি কাঁথা ও নকশিকাঁথার টুপি বিক্রি হচ্ছে ১৫০-৫০০ টাকায়। জালি টুপি পাওয়া যাচ্ছে ২০-২৫০ টাকায়।