কমলাপুরে ঘরমুখো যাত্রীদের ঢল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিটে ঈদযাত্রা শুরু হয়েছে সোমবার থেকে। আজ ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিন। গত ১৭ মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজ ট্রেনে যাত্রা করছেন। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
এবারের ঈদে সারাদেশে চলাচলকারী ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচজোড়া বিশেষ ট্রেন। তাছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করছে।
-
গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রী বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকে সব ট্রেনই ছেড়েছে নির্দিষ্ট সময়ে।
-
এবারের ঈদযাত্রায় ট্রেনের সূচি বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
-
ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা।
-
ছোটদের চোখেমুখে স্পষ্ট বাড়ি ফেরার আনন্দ।
-
যাত্রীদের নিরাপত্তায় সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী।
-
স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনযোগে ঈদযাত্রা করেন। এ কারণেই বাড়তি নজর রয়েছে কমলাপুরে। যাত্রীদের নিরাপদ যাত্রা সফল করতে আমরা বদ্ধপরিকর।