আজকের আলোচিত ছবি: ২৫ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জনকে স্বাধীনতা পুরস্কার-২০২৫ দেওয়া হয়েছে। এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের স্বজনদের মধ্যে এই পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে
-
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে
-
অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং দেশবিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
-
জাপান সরকারের ৪৫তম ওডিএ লোন প্যাকেজের দ্বিতীয় ব্যাচের আওতায় ‘ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ এবং ‘মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা-চালিত পাওয়ার প্রকল্প (অষ্টম)’ শীর্ষক প্রকল্পের অধীনে বাংলাদেশ-জাপান সরকারের মধ্যে বিনিময় নোট ও ঋণচুক্তি সই হয়। ছবি: পিআইডি
-
গণহত্যা দিবস-২০২৫ উপলক্ষে ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে মোমবাতি প্রজ্বলন করা হয়। ছবি: পিআইডি
-
ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে ‘এলডিসি গ্র্যাজুয়েশন: অ্যাগ্রো সেক্টর এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড’ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ছবি: পিআইডি
-
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫ আহত হয়েছেন। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে ঝিনাইদহে ২২৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ নিজস্ব অর্থায়নে এ উপহার দেন। ছবি: শাহজাহান নবীন
-
আগের থেকে অবস্থার উন্নতি হয়েছে তামিম ইকবালের। তবে আরও ৭২ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ছবি: মো. আমিনুল ইসলাম