ব্যস্ত খুলনার দর্জিপাড়া
ঈদকে সামনে রেখে খুলনার দর্জিপাড়ায় চলছে অনবরত পোশাক সেলাইয়ের কাজ। দম ফেলার সময় নেই দর্জিদের। ছবি: আরিফুর রহমান
-
গভীর রাত পর্যন্ত কাপড় কাটা আর সেলাই কাজ চলছে সমান তালে। ঈদ ঘনিয়ে আসায় দর্জিদের ব্যস্ততাও বাড়ছে। অনেক দোকানে নতুন অর্ডারও নেওয়া বন্ধও করেছেন দর্জিরা।
-
দোকানগুলোতে একদিকে চলছে কাপড় কাটার কাজ। অন্যদিকে চলছে অনবরত সেলাই। কারিগররা সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। মাপ নিয়ে সেলাইয়ের জন্য স্তূপ করে রাখা হচ্ছে কাপড়। আর কারিগররা তা সেলাই করছেন।
-
গ্রাহকরা নিত্যনতুন বিভিন্ন ডিজাইনের পোশাক বানাতে আসছেন। শার্ট-প্যান্টের সঙ্গে ছেলেদের পাঞ্জাবির অর্ডারও অনেক।
-
প্রতি পিস প্যান্ট সেলাই ৩০০ থেকে ৩৫০ টাকা, সালোয়ার কামিজ ২৫০-৪০০ টাকা, ব্লাউজ ১৫০, ব্লাউজ (ডবল) ৩০০, পেটিকোট ১০০ টাকা, ম্যাক্সি ১২০ থেকে ১৩০ টাকা, গাউন ৩০০-৪০০ টাকা, বোরকা ৩০০-৩৫০ টাকা এবং পাঞ্জাবি ৪০০ টাকা মজুরি রাখা হচ্ছে।