আজকের আলোচিত ছবি: ২৪ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় ধানমণ্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন। ছবি: পিআইডি
-
চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। ছবি: জাগো নিউজ
-
চলতি মার্চ মাসের শেষের দিকে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি: জাগো নিউজ
-
ভারত থেকে ১১ হাজার ৫ শত মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ডিডিএস মেরিনা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ছবি: পিআইডি
-
রাজধানীর রামপুরা পলাশবাগ এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ছবি: অভিজিৎ রায়
-
ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ট্রেন স্টেশনে তাই বাড়তি চাপ। ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে পরিবার নিয়ে অনেকেই আগেভাগে বাড়ি ফিরছেন। ছবি: নাহিদ সাব্বির
-
দীর্ঘ প্রতিক্ষার পর চলাচলে দুর্ভোগের ইতি ঘটেছে সন্দ্বীপবাসীর। বিচ্ছিন্ন এ দ্বীপটিতে শুরু হয়েছে স্বপ্নের ফেরি চলাচল। ছবি: এম মাঈন উদ্দিন
-
সাতক্ষীরার আশাশুনিতে চাঁদার না দেওয়ায় চারটি পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ছবি: আহসানুর রহমান রাজীব
-
ঝিনাইদহে এক হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। ছবি: শাহজাহান নবীন