মিরপুরের বেনারসি পল্লি
মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকার পাশেই বেনারসি পল্লি। এ শাড়ির বাজারে দুই শতাধিক দোকান রয়েছে। মূলত বিয়ে-বৌভাতসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মেয়েদের শাড়ি, লেহেঙ্গা ইত্যাদির জন্য বিখ্যাত এই বেনারসি পল্লি। ছবি: মো. সামিউর রহমান সাজ্জাদ
-
তবে এখানে শাড়ির চাহিদাই বেশি, ভিড় জমে ঈদেও। তবে এবারের চিত্র ভিন্ন।
-
এবার জমে ওঠেনি মিরপুর বেনারসি পল্লির ঈদের বাজার।
-
ব্যবসায়ীরা বলছেন গত দশ পনেরো বছরে ঈদে এত কম ক্রেতা দেখেননি তারা।
-
বিক্রি কমে যাওয়ার পেছনে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক পট-পরিবর্তন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
-
হাতে গোনা কয়েকটি দোকানে গুটিকয়েক ক্রেতার আনাগোনা থাকলেও বাকিগুলোয় অলস সময় পার করছেন বিক্রেতারা।
-
উপহারের শাড়ি কিনতে আসা এক নারী বলেন, পরিবারের সবার জন্য শাড়ি কিনব বলে এসেছিলাম। কিন্তু দাম দেখে মনে হচ্ছে খালি হাতেই ফিরতে হবে।
-
গোলাপি আশরাফ নামের এক বিক্রেতা বলেন, যারা আসেন তাদের বাজেটে হয় না। সবাই কম বাজেটের মধ্যে খোঁজেন। অনেকে ১০-১২ টা শাড়ি দেখে চলে যান। মনে হচ্ছে তাদের কাছে টাকা নেই।