টাঙ্গাইলের ঈদবাজার
টাঙ্গাইলে শেষ মুহূর্তে জমতে শুরু করেছে ঈদের বাজার। তবে বিক্রেতারা বলছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার ক্রেতা কম। ছবি: আব্দুল্লাহ আল নোমান
-
ঈদের বাজারে প্রতিবারই ভারতীয় পোশাকের চাহিদা থাকলেও এবার পাকিস্তানি পোশাকে বেশি ঝুঁকেছেন ক্রেতারা।
-
ঈদ উপলক্ষে প্রতিটি মার্কেট ও দোকানগুলো সেজেছে বর্ণিল সাজে।
-
শপিংমলগুলোও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয়েছে।
-
পোশাকের সঙ্গে মিল রেখে কানের দুল, চুড়ি, গলার মালা, টিপ, ব্যাগ, জুতোসহ ঘর সাজানোর অন্যান্য জিনিস কিনছেন ক্রেতারা।
-
ব্যবসায়ীরা বলছেন, বাজারে ভারতের চেয়ে পাকিস্তানি কাপড়ের চাহিদা বেশি। পাকিস্তানি পোশাকের ডিজাইনে সূক্ষ্ম এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট ও হাতের কাজ রয়েছে। পাকিস্তানি লনের কাপড়, কটন ও থ্রিপিস, সালওয়ার-কামিজ এবং শাড়ির প্রতি নারীদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে।
-
মাহবুব আলম নামে এক ব্যবসায়ী বলেন, এখন বাচ্চাদের জিনিস বিক্রি বিক্রি হচ্ছে। বড়দের কাপড় খুবই কম বিক্রি হচ্ছে। দেশের পরিস্থিতি খারাপের কারণে বিক্রি কম হচ্ছে। আশা করছি ২২ রোজার পর থেকে পুরোদমে বিক্রি করতে পারবো।
-
আরিফ নামের এক ক্রেতা বলেন, পরিবারের জন্য কিনতে এসেছি। কিন্তু দাম আগের তুলনায় বেশি। তবুও দেখছি, বুঝেশুনে কিনবো।