আজকের আলোচিত ছবি: ২১ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ গতকাল নিউইয়র্কে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের (সিএসডব্লিউ৬৯) ঊনবিংশতম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। ছবি: পিআইডি
-
আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। ছবি: জাগো নিউজ
-
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক দল। ছবি: জাগো নিউজ
-
স্বাধীন ফিলিস্তিন ও গাজায় ইসরায়েল কর্তৃক সংঘটিত গণহত্যার বিরুদ্ধে শহীদি র্যালি করে আজাদ প্যালেস্টাইন নামক একটি সংগঠন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ও শহীদি র্যালি করে সংগঠনটি। ছবি: জাগো নিউজ
-
হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
রাজধানীতে জমতে শুরু করেছে ঈদের বাজার। কেনাকাটায় নারীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি ড্রেস এবং ভারতীয় শাড়ি। তবে জুয়েলারি ব্যবসায় ভাটা পড়েছে। ছবি: জাগো নিউজ