গুলিস্তানের ফুটপাতে জমজমাট ঈদবাজার
ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে রাজধানীতে বড় বিপণিবিতানের পাশাপাশি ছোট ছোট মার্কেট ও ফুটপাতে কেনাকাটা জমে উঠেছে। ছবি: মাহবুব আলম
-
মধ্য ও নিম্ন আয়ের মানুষজন অপেক্ষাকৃত কম দামে সেখানে প্রয়োজনীয় ঈদ পোশাক পেয়ে যাচ্ছেন। এতে ফুটপাতে বেড়েছে ভিড়, ধুম লেগেছে বেচাবিক্রির।
-
রাজধানীর শপিং মলগুলো যখন উচ্চবিত্তের পদচারণায় সরগরম, তখন ফুটপাতের দোকানগুলো নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কেনাকাটায় সরগরম হয়ে উঠেছে।
-
গুলিস্থান, বাইতুল মোকাররম, পল্টন ও জিপিও মোড়ের ফুটপাত ও বিভিন্ন মার্কেটের বিক্রেতারা জানিয়েছেন, ঈদ যতই ঘনিয়ে আসছে, ক্রেতাদের ভিড় ততই বাড়ছে।
-
পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যায় ফুটপাতে।
-
এখানে প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, জুতা, বেল্ট, শিশুদের পোশাক, লুঙ্গি, মেয়েদের পোশাক, ট্রাউজার, পায়জামা, টি-শার্ট, ঘড়ি, শাড়ি, মানিব্যাগ, চশমা সবই মেলে।
-
ফুটপাতের এসব দোকানগুলোতে ২০০ থেকে ৫০০ টাকায় প্যান্ট, ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের শার্ট আর ২০০ থেকে ৫০০ টাকায় মিলছে পাঞ্জাবি। তাছাড়া গেঞ্জি বা টি-শার্ট ৭০ থেকে ১৫০ টাকায় পাওয়া যায়।
-
১৫০ থেকে ৫০০ টাকায় জুতা এবং নতুন কেডস পাওয়া যায় ৫০০ থেকে দুই হাজার টাকার মধ্যে। তাই শুধু নিম্নআয়ের মানুষ নয় স্বল্প বাজেটে অনেকেই কেনাকাটা করেন এখানে।
-
পছন্দের পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা।