স্ট্রবেরির বাণিজ্যিক চাষে লাভবান কৃষক
জয়পুরহাটে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে লাভবান হচ্ছেন জয়পুরহাটের কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় গত বছরের চেয়ে এবার বেড়েছে এর চাষ। ছবি: আল মামুন
-
সুস্বাদু ও পুষ্টিকর এই বিদেশি ফল জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
-
জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, চান্দা ও কালীবাড়িসহ আশেপাশের কয়েকটি গ্রামে নিজ মেধা ও উদ্যোগে স্ট্রবেরি চাষ করেছেন কৃষকরা। এই গ্রামগুলো পরিচিতি পেয়েছে ‘স্ট্রবেরি ভিলেজ’ হিসেবে।
-
কম সময়ে উৎপাদন ও লাভ বেশি হওয়ায় গত বছরের চেয়ে এবার বেড়েছে এর চাষ। এরমধ্যেই আসতে শুরু করেছে ফলন। এতে খুশি কৃষকরা।
-
কৃষকরা জানান, এবার এক বিঘা জমিতে সব মিলিয়ে খরচ হয়েছে ১ লাখ-১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত। আর স্ট্রবেরি বিক্রি হবে ২-৩ লাখ টাকা পর্যন্ত।
-
খুচরা বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা কেজি দরে। আর পাইকারি ২৫০-৩০০ টাকায়।
-
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শহিদুল ইসলাম বলেন, ‘চলতি মৌসুমে এ জেলায় প্রায় ১৫ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। লাভজনক হওয়ায় এই চাষ বাড়ছে।
-
স্ট্রবেরিতে যেহেতু জমি থেকে তোলার পরই খাওয়া যায়, এজন্য কৃষকরা যাতে অতিরিক্ত কীটনাশক না দেয় ও জৈব উপায়ে বা নিরাপদভাবে উৎপাদন করে সেজন্য পরামর্শ দিচ্ছি।
-
স্ট্রবেরি চাষ যেন আগামীতে আরও বাড়ে এজন্য পরামর্শসহ অন্যান্য সহযোগিতা দেওয়া হচ্ছে।