লেবু চাষে লাখপতি শাহিন
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৭ মার্চ ২০২৫
আপডেট: ০২:১৩ পিএম, ১৭ মার্চ ২০২৫
রোজার প্রথম ৭ দিনেই ৪ লাখ টাকার লেবু বিক্রি করেছেন পাবনার ঈশ্বরদীর মানিকনগর গ্রামের চাষি শাহিনুজ্জামান শাহিন। ২৫ রোজার মধ্যেই ৭ লাখ টাকার বেশি লেবু বিক্রির লক্ষ্য পূরণ হবে বলে তিনি আশাবাদী। ছবি: শেখ মহসীন
-
গাছের সবুজ পাতার মাঝে উঁকি দিচ্ছে থোকায় থোকায় লেবু।
-
বাজারজাত করার জন্য শ্রমিকরা লেবু সংগ্রহ করছেন।
-
লেবু বাগানের বয়স ২ বছর। ১৫ বছরেরও বেশি সময় ধরে এ বাগান থেকে লেবুর ফলন পাওয়া যাবে।
-
পাশাপাশি সাথী ফসল হিসেবে মরিচ, কলা, কাকরসহ বিভিন্ন শাক-সবজি চাষ করেছেন তিনি।
-
লেবু চাষের পাশাপাশি তিনি পেঁয়াজ, গাজর, বেগুন, মুলা, কলা ও ক্যাপসিকাম চাষ করেন। এরই মধ্যে সফল চাষি হিসেবে ২০২৩ সালে কৃষিতে জাতীয় পদক অর্জন করেন।