আজকের আলোচিত ছবি: ১৫ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরুণদের সঙ্গে সংলাপে অংশ নেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংলাপে মডারেটর হিসেবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় গুলশানে ইউএন কমন প্রিমিসেস এর সম্মেলন কক্ষে বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সদস্যদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: পিআইডি
-
জাতিসংঘ মহাসচিব সংস্কার বিষয়ে কোনো মন্তব্য করেছেন কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতিসংঘ মহাসচিব এই ব্যাপারে কোনো কথা বলেননি। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ছবি: খালিদ হোসেন
-
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’ এর ফলক উন্মোচন করেন। ছবি: পিআইডি
-
রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: পিআইডি
-
ফুটপাত দখল করে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত
-
দুই দফা দাবি আদায়ে আগামী একমাস গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী ২৫ এপ্রিল শহীদি সমাবেশের ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি: অভিজিৎ রায়
-
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, আছিয়াসহ সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবি জানিয়েছে বাম সংগঠনগুলো। ছবি: নাহিদ সাব্বির
-
ধর্ষণ নামক ব্যাধি থেকে মুক্তি পেতে পাঁচ দাবিতে এবং মাগুরার শিশুটিকে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা। ছবি: আবদুল্লাহ আল মিরাজ
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: আব্দুস সালাম আরিফ
-
নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। ছবি: আরমান হোসেন রুমন