ধর্ষণের বিরুদ্ধে রাজপথে মহিলা জামায়াত
ধর্ষণ নামক ব্যাধি থেকে মুক্তি পেতে পাঁচ দাবিতে এবং মাগুরার শিশুটিকে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা। এ সময় তারা পাঁচ দফা দাবি জানান। ছবি: আবদুল্লাহ আল মিরাজ
-
১৫ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই মানববন্ধন করেন।
-
এসময় তারা- ‘বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও’, ‘ধর্ষকদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চাই, দিতে হবে’, ‘ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি কর, করতে হবে’, ‘ধর্ষণ মামলায় জামিন বিধান বাতিল কর, করত হবে’, ‘ধর্ষণ মামলায় এক বিধান, এক শাস্তি; ধর্ষককে ফাঁসি দিবি, দিতে হবে’-বলে স্লোগান দিতে থাকেন।
-
মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নুরন্নিসা সিদ্দিকা বলেন, মাগুরার ওই শিশুর হত্যা মামলার রায় এক সপ্তাহের মধ্যে দিতে হবে এবং আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে। সব ধর্ষককে ফাঁসি দিতে হবে।
-
ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী, ইসলামি শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধে জনগণকে উজ্জীবিত করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।
-
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি করার এবং জামিন বিধান বাতিল করার ঘোষণা দিয়েছে। আমরা এ ঘোষণার বাস্তবায়ন চাই। নতুবা নারী সমাজ কঠোর আন্দোলনে রাজপথে নেমে আসবে।