আজকের আলোচিত ছবি: ১৪ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ কক্সবাজারে হিলটপ সার্কিট হাউজে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে নির্মাণাধীন বিমানবন্দরের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। ছবি: পিআইডি
-
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের আমন্ত্রণে গতকাল জেনেভায় জাপান ও তানজানিয়ার মিনিস্টারসহ বিভিন্ন দেশের অতিথিবৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ ঢাকায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
ধর্ষণ রোধ ও প্রকাশ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ। ছবি: জাগো নিউজ
-
পবিত্র জুমার নামাজ ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাগ তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয় নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের। ছবি: জাগো নিউজ