চাকরি ছেড়ে এখন সফল উদ্যোক্তা স্মৃতি রায়
ফরিদপুরের সফল উদ্যোক্তা স্মৃতি রায়। নিজে কিছু করার আগে আইনজীবী পেশা ও গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। ছবি: এন কে বি নয়ন
-
সবাইকে নিয়ে ভালো থাকার লক্ষে আরাধ্য ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন নামের একটি পরিবেশবান্ধব ব্যতিক্রমী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন স্মৃতি রায়।
-
ফরিদপুর শহরের বদরপুরে প্রধান সড়কের পাশে গ্রামীণ পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠানে ২০ জন নারী শ্রমিক কাজ করছেন।
-
জানা গেছে, ফরিদপুরের মধুখালীর নিভৃত পল্লী ভাটিকান্দি গ্রামের মেয়ে স্মৃতি রায়। মায়ের কাছ থেকেই তিনি শিখেছেন নান্দনিক কুটির শিল্প।
-
উচ্চ শিক্ষিত এই নারী উদ্যোক্তা আইনজীবী এবং এক গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত হয়েও নিজ উদ্যোগে ২০২৩ সালের শেষের দিকে কারখানাটি গড়ে তুলেছেন।
-
প্লাস্টিক ও পলিথিনের বিরুদ্ধে পরিবেশের সুরক্ষাকে মাথায় রেখে উদ্যোক্তা স্মৃতি রায় ব্যতিক্রমী এই কাজটি করে রীতিমতো সফল হয়েছেন।
-
তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ আরাধ্যর নাম অনুসারে তিনি কুটির শিল্পের এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন একান্ত মমতায়।
-
নিজের শিল্প সত্তাকে বাস্তবে মনের মাধুরী মিশিয়ে পণ্যে পরিণত করছেন তিনি। এজন্য অর্ডারও পাচ্ছেন প্রচুর।
-
তার বেশিরভাগ পণ্যই চলে যাচ্ছে দেশের বাইরে, স্থানীয় বাজারেও রয়েছে চাহিদা।
-
বিভিন্ন সাইজের ম্যাট, কনিকেল, ব্যাগ, ফ্লোর ম্যাট, পাপোশ, ওয়াল ম্যাটসহ প্রায় পঞ্চাশ রকমের পণ্য তৈরি করে আরাধ্য ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন।
-
হোগলা পাতা, কলাগাছের শুকনো অংশ, কচুরিপানা ও পাটের আঁশ থেকে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন এবং পরিবেশ বান্ধব পণ্য সামগ্রী।
-
এ প্রতিষ্ঠানে কাজ করে খুশি নারী শ্রমিকরা। যারা কিছুই করতেন না তারা কাজ করে চালাচ্ছেন সংসার।
-
এ বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ফরিদপুর জেলার উপ মহাব্যবস্থাপক মো. আহসান কবির বলেন, আরাধ্য ক্রাফট অ্যান্ড ক্রিয়েশনের প্রতিষ্ঠাতা স্মৃতি রায় একজন সফল উদ্যোক্তা।
-
বিসিক উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করে থাকেন। নারী উদ্যোক্তাদের ট্রেনিং ও সহজ শর্তে ঋণদানের জন্য নিয়মনীতি অনুসরণ করে সব ধরনের সহযোগিতা করা হবে।