আজকের আলোচিত ছবি: ২৭ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। ছবি: পিআইডি
-
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। ছবি: পিআইডি
-
ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ নানাবিধ অপরাধ প্রতিরোধে রাষ্ট্র ও নাগরিকদের করণীয়’ শীর্ষক জাতীয় কনভেনশনে বক্তৃতা করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
ঢাকায় বিদ্যুৎ ভবনে ‘কয়লা সম্পদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ উত্তরণে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: পিআইডি
-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। ছবি: পিআইডি
-
ঢাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: পিআইডি
-
ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সম্মেলনে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিন। ছবি: পিআইডি
-
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, তিনি কোনো কথা না বুঝে বলেননি। ছবি: মাসুদ রানা
-
রাজধানীর রামপুরায় বেপরোয়া রমজান পরিবহনের বাসের চাপায় আলী হোসেন তালুকদার নামে একজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
ভাষা শহীদদের স্মরণে রাজশাহী কলেজ ক্যাম্পাসে কৃষক মনির প্রায় তিন হাজার সূর্যমুখী ফুলের মাধ্যমে ‘অমর একুশ’ লিখে শ্রদ্ধা জানান। ছবি: সাখাওয়াত হোসেন
-
চট্টগ্রামের মিরসরাইয়ে চারটি যানবাহনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: এম মাঈন উদ্দিন