আজকের আলোচিত ছবি: ২৬ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের ডিরেক্টর জেনারেল আলেক্সি লিখাচেভের নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘গবেষণা উদ্ভাবন ও প্রকাশনা মেলা ২০২৫’ এ প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
ঢাকায় এনইসি অডিটোরিয়ামে ‘ডিজেএফবি টক’ এ বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। ছবি: পিআইডি
-
ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: পিআইডি
-
গাজীপুর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের ১৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: পিআইডি
-
ঢাকায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে ‘তাঁতিদের মাঝে ন্যায্যমূল্যে সুতা, রং ও রাসায়নিক সরবরাহ সংক্রান্ত প্রচলিত পদ্ধতির সংস্কার ও উন্নয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। ছবি: পিআইডি
-
দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: খালিদ হোসেন
-
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত ‘মার্চ ফর ডিগনিটি’ কর্মসূচি শুরু হয়েছে। ছবি: জাগো নিউজ
-
দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: মাহফুজুর রহমান নিপু
-
দেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। ছবি: আবুল হাসনাত মো. রাফি