আজকের আলোচিত ছবি: ২৪ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে অর্থনৈতিক কৌশল নির্ধারণী বৈঠকে সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ছবি: পিআইডি
-
ঢাকায় ব্র্যাক সেন্টার ইন-এ সেন্টার ফর পলিসি ডায়লগ আয়োজিত ‘অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্ক ফোর্সের সুপারিশ’ বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি
-
ভোটার তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার ছিল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: মফিজুল সাদিক
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্যজীবী জেলেদের নিবন্ধনের তালিকায় অনেক অমৎস্যজীবী আছেন। তাই তালিকা হালনাগাদ করা হচ্ছে। প্রকৃত জেলেরাই তালিকায় স্থান পাবেন এবং সরকারি সুযোগ সুবিধা পাবেন। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
পতিত ফ্যাসিস্ট শক্তির টাকা এবং বদ মতলবের কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সাখাওয়াত হোসেন
-
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, নিরাপত্তা পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমাদের অঙ্গীভূত আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে। রাষ্ট্রের প্রতিটি জায়গায় নিরাপত্তা সমৃদ্ধি উন্নয়নের জায়গায় এ বাহিনী কাজ করে যাচ্ছে। ছবি: মোবাশ্বির শ্রাবণ
-
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ছবি: জাগো নিউজ
-
সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। ছবি: এম এ মালেক
-
পাঁচদফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে। ছবি: কামরুজ্জামান মিন্টু
-
নওগাঁয় পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি: আরমান হোসেন রুমন