আজকের আলোচিত ছবি: ২৩ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর নগর ভবনে ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে খাল ও জলাশয় পুনরুদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। ছবি: পিআইডি
-
পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না বলে জানিয়েছেন লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: সাখাওয়াত হোসেন
-
২০২৫ সালের ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: মফিজুল সাদিক
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জলদস্যুদের হাতে আর যাতে কোনো জেলে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী দিনে যে সরকার হবে সেটা হবে বেগম জিয়ার সরকার, তারেক রহমানে সরকার ও জনতার সরকার। এ বছর নির্বাচন হবে, এ বছরই বিএনপি ক্ষমতায় আসবে। এ বছরই ধানের শীষ জয়লাভ করবে। ছবি: তানভীর হাসান তানু
-
এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ‘নামসর্বস্ব’ ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে। ছবি: সাখাওয়াত হোসেন
-
মাত্র ৩০ সেকেন্ডের আকস্মিক ঝড়ে ঝিনাইদহের শৈলকূপায় অন্তত ৫ হেক্টর জমির কলাক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে। ছবি: জাগো নিউজ
-
মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের একটি সেতুতে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে। এতে এলাকার মানুষকে যাতায়াতের জন্য চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী