আজকের আলোচিত ছবি: ১৯ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে সপ্তম জাতীয় কমডেকা উপলক্ষে উদ্বোধনী খাম উন্মোচন করেন। ছবি: পিআইডি
-
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন ইটালির ভাইস ফরেন মিনিস্টার মারিয়া ত্রিপদি। ছবি: পিআইডি
-
ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় আর্থিক অনুদান ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে নির্বাচিত ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে চেক বিতরণ করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: খালিদ হোসেন
-
খুলনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘটিত ঘটনা নিয়ে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। ছবি: কাজল কায়েস
-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। ছবি: মো. আকাশ