নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকার সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। ছবি: মোবাশ্বির শ্রাবণ
-
১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা এই অবরোধ করেন।
-
শ্রমিকদের অবরোধের ফলে শহরের চাষাঢ়া এলাকাসংলগ্ন বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
-
নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন না। কথা বলতে গেলেই চাকরিচ্যুত করা হয়। প্রায় দুই শতাধিক শ্রমিকের গত মাসের বেতন এখনও দেয়নি।
-
তিনি আরও বলেন, ২৭ জন শ্রমিকের নামে মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করছে। এলাকার মাস্তানদের লেলিয়ে দিয়েছে। আজ হঠাৎ গার্মেন্টস বন্ধ করে দিয়েছে। যার কারণে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে।