‘বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার’
ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে
-
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর। আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে লাগোয়া। এ এক মস্ত বড় সুযোগ।
-
পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা এতদিন ব্যবহার করতে জানিনি। যে মুহূর্তে ব্যবহার শুরু করবো আমাদের অর্থনীতিকে দড়ি দিয়েও বেঁধে রাখা যাবে না।
-
তিনি আরও বলেন, অবস্থানগত কারণে আমরা মহা সৌভাগ্যবান এক জাতি। সে জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না। এটা আমাদের কপালের দোষ, নাকি চরিত্রের দোষ না আমাদের চিন্তার দোষ। যদি থেকে থাকে তাহলে সেখান থেকে মুক্ত হতে হবে। আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই।
-
১৬ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেন।