পরিত্যক্ত জমিতে সবজি চাষে সফল রিপন
বরিশাল নদীবন্দরের ঘাটের শ্রমিকদের (কুলি-কলম্যান) মাদক ও জুয়া থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। এতে লঞ্চ টার্মিনাল এলাকার পরিত্যক্ত জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ ও ফুল-ফলের গাছ রোপণ করে সফলতা পেয়েছেন সংবাদকর্মী রিপন হাওলাদার। ছবি: শাওন খান
-
লঞ্চঘাটের শ্রমিকদের নিয়ে ফুল ও ফলের চাষ করে বরিশালে প্রশংসায় ভাসছেন রিপন।
-
বরিশাল লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, ৩ নম্বর গেট দিয়ে বন্দর ভবনের ভেতর দিয়ে পন্টুনে যেতে পরিত্যক্ত বিভিন্ন স্থানে বাহারি রঙের ফুল গাছের সারি।
-
ফুল বাগানের পাশেই রয়েছে বিভিন্ন ধরনের সবজির বাগান। যা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নদীবন্দর এলাকার দৃশ্যপট পাল্টে দিয়েছে।
-
বরিশাল-ঢাকা নৌ-রুটের পারাবত লঞ্চের কলম্যান ইমাম হোসেন বলেন, ‘সংবাদকর্মী রিপন ভাইয়ের সহযোগিতায় এবার কিছু হাইব্রিড শিমের বীজ রোপণ করেছি। মাত্র পাঁচটি শিমের বীজ রোপণ করে যা ফলন পেয়েছি, তা অবিশ্বাস্য। দুই-আড়াই মাস আগে রোপণ করা এ শিম গাছগুলো এখন থোকায় থোকায় ফল দিচ্ছে।’