আজকের আলোচিত ছবি: ১৪ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে
-
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটোয়ারী শঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে দেশের জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। ছবি: জাগো নিউজ
-
শীতের শেষে লাল-হলুদের আগমনী বার্তা নিয়ে এসেছে বসন্ত। ঋতুরাজ বসন্তকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে চারদিকে লাল-হলুদের ছড়াছড়ি। সেই ছোঁয়া লেগেছে অমর একুশে বইমেলাতেও। এদিন বইমেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের দেখা গেছে বসন্তের সাজে। ছবি: নাহিদ হাসান
-
দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের (সাদ কান্ধলভীপন্থি) বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। আজ থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ছবি: আমিনুল ইসলাম
-
পাকিস্তানের বেলুচিস্তানে কয়লাখনির শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাকে বিস্ফোরণের আঘাতে অন্তত ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। ছবি: ডন
-
রাশিয়াকে সরিয়ে ভারতের প্রধান তেল সরবরাহকারী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।এক চুক্তির মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: হোয়াইট হাউজ