ক্রেতা কম, ছবি তুলতে ব্যস্ত সবাই
বসন্তবরণ আর ভালোবাসা দিবসের অন্যতম সৌন্দর্য ফুল। ঋতুরাজ বসন্তকে বরণ আর প্রিয় মানুষকে ভালোবাসার উপহার হিসেবে দিতে এদিন ফুলের চাহিদা থাকে বেশি। ছবি: নাহিদ সাব্বির
-
রাজধানীর অন্যতম ফুলের বাজার শাহবাগে তাই প্রতিবছর ভিড় করেন ক্রেতারা। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। উপচেপড়া ভিড় নেই দোকানগুলোতে। বিক্রেতাদের ভাষায় বিক্রি হচ্ছে ‘মোটামুটি’। তারা বলছেন, ফুলের ক্রেতার চেয়ে দোকানে ছবি তোলার জন্য মানুষই ভিড় করছেন বেশি।
-
দোকানগুলোতে তেমন ক্রেতা সমাগম নেই। কেউ প্রিয়জনের হাত ধরে ফুল কিনতে আসছেন, কেউবা আসছেন পরিবার নিয়ে। ক্রেতাদের মধ্যে তরুণ-তরুণীই বেশি। অনেককেই আবার ছবি তুলতে দেখা গেছে।
-
ফুলের দোকানগুলোতে বিভিন্ন রকমের ফুলের সমারোহ থাকায় বেশ আগ্রহ নিয়ে ছবি তুলছেন সবাই। তবে ছবি তোলায় বরাবরের মতোই তরুণীদের আগ্রহ বেশি দেখা গেছে।
-
ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এ বছর ফুলের দাম কম। আর দোকানগুলোতে ক্রেতার চেয়ে ছবি তোলার জন্য লোকজন বেশি ভিড় করছেন।