‘গোলাপ গ্রাম’
দিগন্তজুড়ে গোলাপ আর গোলাপ। এ যেন এক গোলাপ রাজ্য। বাগান কিংবা বাড়ির আঙিনা সব জায়গাতেই বসন্তের মিষ্টি রোদের সঙ্গে মৃদু বাতাসে দোলছে বাহারি রঙের গোলাপ। ছবি: মাহফুজুর রহমান নিপু
-
পুরো গ্রামজুড়ে বাতাসে ছড়িয়েছে সতেজ ঘ্রাণ। এমন মনোমুগ্ধকর ও অপরূপ দৃশ্যের দেখা মিলে ঢাকার অদূরে ‘গোলাপ গ্রাম’ হিসেবে খ্যাত সাভারের বিরুলিয়ায়।
-
মেঠোপথের দুই পাশে সবুজ ঘেরা বাগানগুলোতে ফুটে আছে হাজারও গোলাপ।
-
সাদা, কালো, গোলাপি, হলুদ সব ধরনের গোলাপই ফোটে এ অঞ্চলে। তবে লাল গোলাপের সংখ্যাই বেশি।
-
গোলাপ গ্রামে ঢুকতেই মেঠোপথে বসা ফুলের দোকানগুলোতে দর্শনার্থীদের ভিড়।
-
গোলাপ ছাড়াও গাঁদা, গ্লাডিওলাস, জারবেরাসহ বাহারি ফুল শোভা পাচ্ছে এসব দোকানে। এছাড়া দৃষ্টিনন্দন ফুলের তোড়া, মাথার রিং, কানের দুল ও মালাও পাওয়া যাচ্ছে এখানে।
-
ফুল কেনার পাশাপাশি বাগানে ঢুকে প্রিয়জনের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখছেন বেশিরভাগ দর্শনার্থী।