কম দামে হতাশ গদখালীর ফুল চাষিরা
ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালীতে দামে ধস নেমেছে। গতবছরের তুলনায় অর্ধেক দামে ফুল বিক্রি হওয়ায় মাথায় হাত উঠেছে চাষিদের। ছবি: মিলন রহমান
-
একদিকে উৎপাদন বেশি, অন্যদিকে চাহিদা কম; দুই মিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ফেব্রুয়ারি মাসের তিন দিবসে চাষিদের শতকোটি টাকার ফুল বিক্রির স্বপ্ন বড় ধরনের ধাক্কা খেয়েছে।
-
এখন একুশে ফেব্রুয়ারি বাজার ভালো হলে ফুল বেচাকেনা অর্ধশত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন চাষিরা।
-
যশোরের ঝিকরগাছার গদখালী বাজার ঘুরে দেখা গেছে, কাকডাকা ভোর থেকেই চাষিরা ফুল নিয়ে এসেছেন মোকামে। বাইসাইকেল, মোটরসাইকেল ও ভ্যানে করে গোলাপ, গাঁদা, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, মল্লিকা, জিপসি ফুল ও কামিনী পাতা নিয়ে আসছেন চাষিরা।
-
দুই হাজারের বেশি চাষি এই মোকামে ফুল বিক্রি করতে পসরা সাজিয়ে বসেন। সেই ফুল কিনতে সারাদেশ থেকে পাইকারি ফুলের ক্রেতারাও বাজারে জড়ো হন। ভোর থেকে জমজমাট বেচাকেনা শুরু হয়। যা চলতে থাকে দুপুর পর্যন্ত।
-
বসন্ত উৎসব, ভ্যালেন্টাইন দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে যশোরের গদখালী এলাকার চাষিদের ব্যাপক প্রস্তুতি থাকে। প্রতিবছর ১২ ও ১৩ ফেব্রুয়ারি গদখালী বাজারে সবচেয়ে জমজমাট হাট বসে। চাষিরা এই দুটি দিনের অপেক্ষায় থাকেন সারাবছর। কিন্তু এ বছর রাজনৈতিক অস্থিরতা ও ভ্যালেন্টাইন দিবসে পবিত্র শবে বরাত পড়ায় ফুল ব্যবসায় ব্যাপক প্রভাব পড়েছে। দাম পড়ে যাওয়ায় ফুল চাষিদের মধ্যে হতাশা বেড়েছে।
-
গোলাপ ও গ্লাডিওলাস ফুলের দাম কমে যাওয়ার কারণ জানতে চাইলে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, এ বছর হঠাৎ গরম পড়ায় ফুল বেশি ফুটেছে। গ্লাডিওলাসের উৎপাদন তুলনামূলক এবার বেশি। যে কারণে গেলাপের চাহিদা একটু কমেছে। এতে গোলাপ ও গ্লাডিওলাসের দাম কমেছে।