ঢাকায় আন্তর্জাতিক ‘প্লাস্টিক মেলা’
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৪:৫৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
১২ ফেব্রুয়ারি বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) উদ্যোগে শুরু হয়েছে ১৭৩ম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। ছবি: মাহবুব আলম
-
ঢাকার পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই মেলার উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
-
প্লাস্টিক মেলা চলবে শুক্রবার পর্যন্ত।
-
দর্শনার্থীদের জন্য মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
-
বিপিজিএমইএ এবং হংকংভিত্তিক ইয়র্করস ট্রেড অ্যান্ড মার্কেটিং যৌথভাবে মেলার আয়োজক।
-
মেলায় ৮০০টিরও বেশি স্টল আছে, যেখানে ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশি ব্র্যান্ড অংশ নিয়েছে।
-
চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে।