পর্যটকে মুখর কক্সবাজার
প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০১:১৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
দরজায় কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত। রাতে শীত অনুভূত হলেও দিনে বাড়ছে উষ্ণতা। এমন আবহাওয়ায় সমুদ্রের সান্নিধ্য পেতে কক্সবাজার ছুটে আসছেন ভ্রমণপ্রিয়রা। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের সঙ্গে স্থানীয় দর্শনার্থী মিলিয়ে ভিড় বাড়ছে দ্বিগুণ। ছবি: সায়ীদ আলমগীর
-
গতবছরের তুলনায় এবার সাপ্তাহিক বন্ধ বা খোলার দিনেও প্রায় সমান পর্যটক পাচ্ছে পর্যটনসেবা প্রতিষ্ঠানগুলো।
-
বিচ এলাকা ও আশপাশ ঘুরে দেখা যায়, সবখানেই উৎসবের আমেজে পর্যটক-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।
-
অনেকে সাগরের ঢেউয়ের সঙ্গে মেতেছেন।
-
কেউবা ঘোড়ায়, বিচ বাইক ও জেড স্কিতে চড়ছেন। কেউ তুলছেন ছবি। আবার কেউ পরিজন নিয়ে কিটকট চেয়ারে বসে উপভোগ করছেন ঢেউয়ের গর্জন।
-
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ বলেন, আমাদের লক্ষ্য সমৃদ্ধ পর্যটন। এটি নিশ্চিত হলে কক্সবাজারে সারাবছরই পর্যটকের কোলাহল থাকবে।