আজকের আলোচিত ছবি: ১১ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জেকবসন।
-
অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: মাসুদ রানা
-
নির্বাচন কমিশন ডিসেম্বরে ভোট ধরেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রস্তুতি নেই নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির। ছবি: মফিজুল সাদিক
-
শিল্পখাতে পানি ব্যবহারের ওপর চার্জ আরোপ ও পুনর্ব্যবহারে প্রণোদনা দেওয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: রায়হান আহমেদ
-
বিগত সরকারের আমলে চাকরিচ্যুত ২২০০ পুলিশ সদস্যের চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছে ভিকটিম পুলিশ পরিবার। এসময় ১ হাজার ৫২২ পুলিশ সদস্যের চাকরিতে পুনর্বহালের সংবাদকে মিথ্যা আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ভিকটিম পুলিশ পরিবারের সদস্যরা। ছবি: সাজ্জাদ হোসেন
-
জুলাই আন্দোলনে হতাহত ও তাদের পরিবারকে পুনর্বাসনে নেওয়া অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: জাগো নিউজ
-
খুলনার শিববাড়ী মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি
-
নাইট বিল, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে প্রায় চার ঘণ্টা মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারে অবস্থিত ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেডের শ্রমিকরা। ছবি: আমিনুল ইসলাম
-
নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও ওলামা লীগের নেতাকর্মী রয়েছেন। ছবি: মোবাশ্বির শ্রাবণ