জাদুঘরের সামনে বিক্ষোভ করছেন শিক্ষক নিবন্ধন সনদধারীরা
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) ১-১২ তম নিবন্ধনের সুপারিশপ্রাপ্তদের নিয়োগের দাবি এবং প্রাথমিকের তৃতীয় ধাপের সুপারিশ বাতিল হওয়া প্রার্থীরা আজও শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ছবি: হাসান আলী
-
বেলা ১১টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে দেখা যায় তাদের।
-
জাদুঘরের মুল ফটকের সামনে এনটিআরসিএ’র নিয়োগপ্রত্যাশীরা এবং শাহবাগ মোড় সংলগ্ন জায়গায় প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া লোকজন বিক্ষোভ করছেন।
-
এ সময় নিয়োগপ্রত্যাশীরা ‘এনটিআরসি এর কালোহাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘এনটিআরসি এর দুর্নীতি-মানি না মানবো না’, ‘আবু সাইদের বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, ‘সরাসরি নিয়োগ চাই-নিয়োগ নিয়োগ নিয়োগ চাই’ স্লোগান দিচ্ছেন।
-
অন্যদিকে, প্রাথমিকের সুপারিশ বাতিল হওয়া লোকজন ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ-রাজপথ রাজপথ’, ‘হয়তো মোদের যোগদান দেন-নয়তো মোদের জীবন নেন’, ‘তুমি কে আমি কে-শিক্ষক শিক্ষক’ স্লোগান দিচ্ছেন।
-
উভয়পক্ষই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় পুলিশকে আশেপাশে ও শাহবাগ এলাকায় শক্ত অবস্থান নিতে দেখা যায়।