টিএসসিতে চলছে উদ্যোক্তা মেলা
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চলছে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা। ছবি: হাসান আলী
-
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে মেলা শুরু হয়। মেলা চলবে শুক্রবার পর্যন্ত।
-
ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ২৪টি স্টলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মেলা চলবে। এতে বাহারি পণ্য নিয়ে শিক্ষার্থীরা সাজিয়েছেন একেকটি স্টল।
-
এসব স্টলে বিভিন্ন ঐতিহ্যবাহী কাপড়চোপড়, পিঠা, সাজগোজের সামগ্রী, বাহারি মুখরোচক খাবারসহ বিভিন্ন তৈজসপত্র শোভা পাচ্ছে।
-
বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এসময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ আরও অনেকে।