৫ ফেব্রুয়ারি ছিল ছাত্র-জনতার ঘৃণা বহিঃপ্রকাশের রাত
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে অবসান হয় দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের। এর মধ্যে কেটে গেছে ছয় মাস। ঘটেছে নানা উত্থান-পতনের ঘটনা। কিন্তু এতকিছুর পরও নিজেদের রাগ, ক্রোধ ও ঘৃণা সংযত রেখেছেন ছাত্র-জনতা। তবে ৫ ফেব্রুয়ারি ভারতে পালিয়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে তারা। এরই বহিঃপ্রকাশ ঘটেছে দেশের বিভিন্ন স্থানে। ছবি: জাগো নিউজ
-
স্বৈরাচার শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেওয়ার খবরে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। সেই অনুযায়ী ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।
-
শুধু রাজধানীতেই নয়, এই ভাঙচুর চলেছে দেশের বিভিন্নস্থানে।
-
খুলনায় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শেখ বাড়ি। ৫ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে মহানগরীর শেরেবাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ির সামনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর করেন।
-
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের আলিশান বাড়ি ভাঙচুর করা হয়েছে। এক্সকাভেটর দিয়ে বাড়ির গেট ও দেয়াল ভেঙে ফেলা হয়েছে।
-
শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে সুনামগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
-
চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাতভর বিক্ষোভ করে শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরাল এবং জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছেন।
-
যশোরে সাতটি স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন সরকারি দপ্তরে শেখ হাসিনার নামফলক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে শুরু করে গভীর রাত অবধি বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতুড়ি, শাবল দিয়ে এসব ভাস্কর্য ও নামফলক ভাংচুর করে।
-
নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের কান্দিভিটা জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ ভাঙচুর এবং ব্যান্ডের তালে তালে নেচে গিয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
-
সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
-
ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়ির ভাঙচুর ও আগুন দিয়েছে ছাত্র-জনতা।
-
সাতক্ষীরা শহরের খুলনা মোড়স্থ শহীদ আসিফ চত্বরের শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
-
পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আলহাজ মোড় বিজয় স্তম্ভের পাশে নির্মিত ঘৃণা স্তম্ভ ভাঙচুর করা হয়েছে।
-
৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও ডিসির মোড়ে থাকা ম্যুরাল ভেঙে ফেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
-
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা।
-
গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
-
ছাত্রদের উদ্দেশে শেখ হাসিনার বক্তব্যের ঘোষণায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা পাবনায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের হলের নামফলক থেকে শেখ পরিবারের নাম মুছে দিয়েছে।
-
ময়মনসিংহে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্র-জনতা।
-
ময়মনসিংহে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্র-জনতা।